কুবিতে দেবীদ্বার ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধিঃ
Mar 16, 2025 - 22:55
 0  2
কুবিতে দেবীদ্বার ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দেবীদ্বার ছাত্র কল্যাণ পরিষদ’ কর্তৃক ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী মরহুম সোহরাওয়ার্দী ভূঁইয়ার মা।

ইফতার মাহফিলে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ খান বলেন, "মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়"—এই স্লোগানকে ধারণ করে দেবীদ্বার ছাত্র কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। এটি একটি আঞ্চলিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে আমাদের সংগঠনে ১০ জন শিক্ষক, ২৫ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৮০ জনের বেশি শিক্ষার্থী যুক্ত রয়েছেন। আমরা দলমত নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াই।"

তিনি আরও বলেন, "দেবীদ্বার উপজেলার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় আগ্রহী করতে বিভিন্ন কলেজে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম পরিচালনা করেছি। ভর্তি মৌসুমে তথ্য সহায়তা দেওয়া, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, রক্তদান কার্যক্রম পরিচালনা, টিউশন ব্যবস্থাপনা—এসব আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।"

অনুষ্ঠানে ১৭ ও ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে বরণ করা হয়।

দেবীদ্বার ছাত্র কল্যাণ পরিষদের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow