কুবিতে প্রদান করা হলো ফিউচারনেশনের বৃত্তি 

কুবি প্রতিনিধি
Feb 23, 2025 - 23:37
 0  12
কুবিতে প্রদান করা হলো ফিউচারনেশনের বৃত্তি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউএনডিপির অন্তর্ভুক্ত ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ অ্যাওয়ার্ডিং’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি)  বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে।

কীভাবে শিক্ষার্থীরা  মানসম্মত জীবন বৃত্তান্ত তৈরি করবে, কীভাবে লিংকড-ইনের প্রোফাইল তৈরি করা সহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অংশগ্রহণকারীদের প্রায় ১৩০০ শিক্ষার্থীকে ইমেইলের মাধ্যমে মাস্টারক্লাসের সনদ প্রদান করা হবে। তাছাড়া রেজিষ্ট্রেশনকৃত প্রত্যেককেই ৩৪ হাজার টাকা সমমূল্যের স্কলারশিপ কোর্স প্রদান করা হবে অনলাইনে। ফিউচারনেশনের ওয়েবসাইটে ফ্রী রেজিস্ট্রশন করে এ বৃত্তি পেয়েছেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের প্রযুক্তি প্রধান মোহাম্মদ আমিনুর রশিদ খান।

কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘ ভবিষ্যতে শিক্ষার্থীরা কোন দিকে ধাবিত হবে। আর সেই জন্য যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন। সেই প্রেক্ষিতে ইউএনডিপি যে কার্যক্রম হাতে নিয়েছে এবং আমাদের যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তাদের সাধুবাদ জানাই। এতো বড়ো পরিসরে ইউএনডিপি কার্যক্রমটি হাতে নিয়েছে, যা দেখে খুব লাগছে। কিন্তু আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে বসে আমেরিকার- ইউরোপের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমাদের ভ্যালু তৈরি করতে হবে। আপনাদের যেদিকে স্কিল ভালো ঐদিকে মনোনিবেশ করতে হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘বিজনেস ল্যাংগুয়েজ একটু ভিন্নতর। আমাদের দেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মূলত দুই ধরনের পেশাজীবী কাজ করেন—এক দল সফটওয়্যার ডেভেলপ করেন, আরেক দল সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে কাজ করেন, যারা টেকনিক্যাল ও বিজনেস পিপলের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমে যে ধরনের ইংরেজি শেখে, বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতা তার থেকে কিছুটা ভিন্ন। এছাড়া আমি যতদূর জানি, এখানে কিছু আইইএলটিএস-এর মতো পরীক্ষার সুযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে।’

কুমিল্লার ক্যাম্পাস ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “বর্তমান চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। শুধু একাডেমিক ডিগ্রি থাকলেই ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব নয়—প্রয়োজন দক্ষতা, সঠিক পরিকল্পনা ও নিজেকে যথাযথভাবে উপস্থাপন করার সক্ষমতা। তাই ফিউচারনেশন, ইউএনডিপি এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার জন্য এ আয়োজন করেছে। আমাদের স্কলারশিপ কোর্সগুলো হলে, “বিজনেস & সোশ্যাল ইংলিশ কোর্স” যেটি আইইএলটিএস C-1 ব্যান্ড স্কোর ৭ এর সমান। দ্বিতীয়টি হলো, ফ্রন্টিয়ার টেকনোলজির  ১০ টি জব রোল। শিক্ষার্থীদের পছন্দানুযায়ী এখান থেকে জব রোল বাছাই করে নিতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow