কুবিতে মাদকসহ আটক ৩

কুবি প্রতিনিধি
Feb 25, 2025 - 00:48
 0  11
কুবিতে মাদকসহ আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে প্রক্টোরিয়াল বডি মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ আটক করেছে ৩ জনকে  । রবিবার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকবীর আল মাহমুদ ও সাঈদ উদ্দিন আহমেদ। বাকি ১ জন বহিরাগত, তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসিবুল হোসেন। 

আটককৃত শিক্ষার্থীদের ২ জনকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়া বহিরাগত হাসিবুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল রাফির জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, প্রক্টরিয়াল বডি শিক্ষার্থীদের আমাদের হাতে দিয়েছে। তাদের অপরাধের বিষয়ে আমরা বিভাগের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিবো। 

প্রক্টর (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকেও তিনজনকে ধরা হয়েছে। এরমধ্যে দুই জন আমাদের শিক্ষার্থী‚ একজন বহিরাগত। শিক্ষার্থীদের বিভাগের শিক্ষকদের জিম্মায় ছেড়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকমুক্ত করতে আমরা অভিযান অব্যাহত রাখবো।

উল্লেখ্য‚ গত ৬ ফেব্রুয়ারি প্রক্টোরিয়াল বডি ৭ জন বহিরাগত কিশোরকে আটক করে মুচলেকা প্রদানের মাধ্যমে ছেড়ে দেন। এ ছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আশ্বাস পাওয়া যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow