কুবিতে শুরু হলো ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি
Feb 20, 2025 - 23:26
 0  39
কুবিতে শুরু হলো ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয় কর্তৃক আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। 

অনুষ্ঠানে কুবি ডিবেটিং সোসাইটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। 

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “তর্ক ও বিতর্ক নিয়ে বিতর্ক হয়, যেখানে তথ্য থাকে না সেখানে যুক্তিকে দাঁড় করানো যায় না। যারা বিতর্কের মত শৈল্পিক যোগ্যতা শিখেছো তারা ভালো জায়গায় যেতে পারবা।”

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিতর্ক করলে দ্রুত চিন্তা করার যোগ্যতা হয় এবং এটা মেধার একটি বিশেষ অংশ। এরা টেবিল টকিং ভালো জানে।” 

এসময় তিনি প্রভোস্টদের উদ্দেশ্যে বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সারা বছর যেন এমন বিতর্ক আয়োজন করা হয়।“

উল্লেখ্যা, এই আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ ও ৫টি হল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow