কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার

কুবি প্রতিনিধিঃ
Apr 21, 2025 - 20:51
 0  3
কুবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ মঙ্গলবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, “আমরা মঙ্গলবার বিকেলের মধ্যে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করব। ইতোমধ্যে ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত রয়েছে। তবে ‘এ’ ইউনিটের ফল তৈরির কাজ এখনও শেষ হয়নি। আজ সকালে বিদ্যুৎ না থাকায় কিছুটা বিলম্ব হয়েছে।”

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘সি’ ইউনিটের ১২টি কেন্দ্রে মোট ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৪৬ জন। অন্যদিকে, ‘এ’ ইউনিটের ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow