কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৪১ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন গড়ে ৯৩ জন। আর ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৪১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা শুরুর আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, “গুচ্ছ থেকে বের হয়ে এবার আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
তিনি আরও জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও কুমিল্লা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরিদর্শকের দায়িত্ব পালন করছেন।
পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনার কথাও জানান উপাচার্য। তিনি বলেন, “অসদুপায় ঠেকাতে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের কান, চোখ, মুখমণ্ডল ইত্যাদি পরীক্ষা করা হবে। পরীক্ষার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে হলে প্রবেশ করা যাবে ৩০ মিনিট আগে থেকে। নির্ধারিত সময়ের পরে কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না।”
তিনি আরও জানান, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে পরীক্ষার্থীরা ব্যাগ সঙ্গে আনতে পারলেও তা হলের নির্দিষ্ট কর্নারে জমা রাখতে হবে।
What's Your Reaction?






