কুমার নদী থেকে উদ্ধার হল শিশুর মরদেহ
ফরিদপুরে কুমার নদী থেকে উদ্ধার হল শিশুর মরদেহ।
জানা গেছে ফাহিম তালুকদার (৯)নামে উক্ত শিশু সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার কোন খবর না পেয়ে তার মা খুশি বেগম ফরিদপুর কোতোয়ালি থানা সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের মন্ডল বাড়ির পাশে কুমার নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
তার পিতার নাম ফরহাদ তালুকদার। তিনি দুবাই প্রবাসী বলে জানা গেছে।
এছাড়া উক্ত ফাহিমের বড় বোন পঞ্চম শ্রেণীতে ভাটি লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত শিশু বাক প্রতিবন্ধী ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
What's Your Reaction?