কুমারখালীতে ঢাকাগামী ট্রেন স্টপেজের দাবীতে মানববন্ধন ও অবরোধ
কুষ্টিয়ার কুমারখালীতে ঢাকাগামী ট্রেন সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসের স্টপেজের দাবীতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রেলওয়ে প্লাটফর্মের উপর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্টপেজ না দেওয়া হলে ৭২ ঘন্টার সময় বেঁধে দিয়ে কঠোর কর্মসূচীর আল্টিমেটাম দিয়েছেন কুমারখালীবাসী।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, জামায়াতের নায়েবে আমির মো. আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন প্রামাণিক, এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকী সহ কুমারখালীর সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কুমারখালী উপজেলায় একাধিক শিল্প কলকারখানা থাকায় প্রাচীন এই জনপদকে শিল্প এলাকা বলা হয়। সাংস্কৃতিক এই জনপদে বিভিন্ন মনীষীদের বাস্তুভিটা থাকায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। কুমারখালীর বিভিন্ন টেক্সটাইল মিলের তৈরি বেডসিট সারা বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি হয়ে থাকে। এছাড়াও এখানে বৃহৎ কাপুড়িয়া হাট রয়েছে। ঢাকাগামী ট্রেনের স্টপেজ থাকলে ব্যবসায়ী ও দর্শনার্থীরা সহজেই কুমারখালীর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। ৭২ ঘন্টার মধ্যে সুন্দরবন অথবা বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়া হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম দেন তারা। এবং খুলনা গামী আন্তঃনগর ট্রেন প্রায় আধাঘন্টা আটকে রেখে স্মারক লিপি দেওয়া হয়েছে স্টেশন মাস্টারের নিকট।
What's Your Reaction?