কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ টাকার মালামাল লুট

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Jan 6, 2025 - 13:07
 0  82
কুমারখালীতে দুর্ধর্ষ চুরি,টার্গেট ব্রাক অফিস,১০ লক্ষ টাকার মালামাল লুট

কুষ্টিয়ার কুমারখালীতে একটি দ্বি তলা বিশিষ্ট বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ৩.০০ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার শামসুল জোয়ার্দারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। 

শামসুল জোয়ার্দারের বাড়ির নিচ তলায় ব্রাক এনজিওর অফিস ও দ্বিতীয় তলাতে তিনি পরিবারসহ বসবাস করতেন। ঘটনার দিন রাতে তিনি ঐ বাড়িতে না থাকায় সুযোগ সন্ধানী চোর চক্রটি বাসার নিচ তলার সেফটি গেটের তালা ভেঙে ২ টি মোটরসাইকেল ও দ্বিতীয় তলায় প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে নগদ ১ লক্ষ ৯০ হাজার টাকা এবং সেখানে থাকা প্রায় ৪ ভরি পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় সংগবদ্ধ চোর চক্রের দু'জন সদস্য অনেকটা নীর ভয়ে অবলীলায় মোটরসাইকেল দুটি চালিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় রবিবার সন্ধ্যায় কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামসুল জোয়ার্দার। 

এবিষয়ে শামসুল জোয়ার্দার বলেন,সুযোগ সন্ধানী সংবদ্ধ চোর চক্রটি আগে থেকেই পরিকল্পিত ভাবে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েছে,তবে চক্রটির টার্গেট ছিলো ব্রাক অফিসও লুট করা কিন্তু ব্রাক অফিসের অত্যাধিক শক্তিশালী তালা ভাঙতে না পেড়ে উপর তলায় আমার বাড়িতে চুরি করে। প্রাথমিকভাবে সন্দেহ করছি আমার বাসায় চুরির সাথে স্থানীয় কয়েকজন জড়িত রয়েছে। 

ভুক্তভোগীর স্ত্রী জানান,আমাদের ২ তলা বিশিষ্ট বাড়ির নিচতলা ব্রাক এনজিওর কাছে ভাড়া দিয়েছি, দুই ইউনিটের বাড়ির দ্বিতীয় তলায় সংস্কারের কাজ চলায় আমরা স্বামী-স্ত্রী পাশের ভবনে ছিলাম,আর সুযোগেই আশপাশের কিছু লোকজনের সহযোগিতায় আমার এতবড় সর্বনাশ করলো। আমার স্বামী শারীরিক ভাবে মারাত্মক অসুস্থ থাকায় এখন আমি অনেকটাই দিশেহারা। 

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ জানান,অভিযোগ পত্র পেয়েছি,একজন সাব ইন্সপেক্টর (এস,আই) কে দায়িত্ব দেওয়া হয়েছে,তদন্ত সাপেক্ষে ও বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে চোর চক্রটিকে মালামালসহ গ্রেফতার করার জন্য জোড়ালো অভিযান পরিচালনা করা হবে। |

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow