কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর বেলতলা এলাকায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরে কাটা ধান পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে বজ্রপাতে মারা যান জহুরুল ইসলাম (৫০)। তিনি ওই গ্রামের মৃত চয়ন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় বেলা ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে জহুরুল ইসলাম মাঠে পড়ে যান। সঙ্গে থাকা অন্য কৃষকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






