কুষ্টিয়ার খোকসায় শহীদ পরিবার ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Mar 23, 2025 - 13:27
 0  4
কুষ্টিয়ার খোকসায় শহীদ পরিবার ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার খোকসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খোকসা উপজেলা শাখার আহ্বায়ক তুষার আহম্মেদ তুহিন, কুষ্টিয়া জেলার আহ্বায়ক হাসিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাঈদ ইসলাম শ্রেষ্ঠ, উপজেলা মুখ্য সংগঠক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিহাদ শাহরিয়ার, মতিয়ার রহমান, সাদনান সাকিব সাহল, মোছা: আঁখি খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়া, উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির সুলতান মারুফ, তালহা রায়হান, খোকসা সরকারি কলেজের প্রতিনিধি রাব্বি হৃদয়, পৌর প্রতিনিধি নিরব হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিরা উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার করেন।

এই প্রতিবেদনটিতে তথ্যগত কোনো পরিবর্তন না করে শুধুমাত্র গঠনগত পরিমার্জন করা হয়েছে, যাতে পাঠক সহজে বিষয়টি বুঝতে পারেন এবং পত্রিকার একটি আদর্শ সংবাদ কাঠামো বজায় থাকে। আপনি চাইলে আরও সংযোজন বা সংশোধন করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow