কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

ইবি(কুষ্টিয়া) প্রতিনিধি
Feb 19, 2025 - 02:46
 0  2
কুয়েটে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এস এম সুইট, সহ-সমন্বয় নাহিদ ইসলাম, ইয়াশুরুল কবির সৌরভ, তানভীর মন্ডলসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। 

মিছিলে ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘কুয়েট হামলা কেন, প্রশাসন জবাব চাই’ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা। 

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা যেই জুলাইয়ে স্প্রিট ধারণ করেছিলাম। তা আজকে কুয়েটে হামলার মাধ্যমে নষ্ট হয়েছে। জুলাইয়ের পরে কেউ স্বৈরাচার হলে তাদের পরিস্থিতি হবে নিষিদ্ধ ছাত্রলীগের মতো। বিপ্লবী ছাত্র জনতা তাদের রেহাই দিবে না। আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদে নির্মূল করে ছাড়বো। আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাসীদের কোনো পরিচয় নাই। আজকের হামলাকারীদের বিচার ও ছাত্রত্ব বাতিল করতে হবে। আমরা কারো বিরুদ্ধে আন্দোলন করতে দ্বিধা করিনি। ভবিষ্যতে এ ধারা অব্যহত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাইয়ে আমরা ছাত্রলীগের সন্ত্রাসের কথা বলেছি। বর্তমানে ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম করার চেস্টা করলে তাদের বিরুদ্ধেও আমরা কথা বলবো। কুয়েটে আমাদের ভাইদের উপর ন্যাক্কারজন মামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের  সারা বাংলাদেশে ছড়িয়ে পরবে। আমরা মাত্র ৩৬ দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি। সুতারং নতুন স্বৈরাচার হলে তাদের সরাতে সময় লাগবে না। আমাদের সবসময় সচেতন থাকতে হবে। কেউ যেন নতুন করে স্বৈরাচার না হয়ে উঠতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেউ হামলা করলে সকলে মিলে প্রতিহত করতে হবে। আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নি। স্বৈরাচার চলে গেছে, কিন্তু তাদের দোষর এখনো রয়ে গেছে। আমরা কুয়েটে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানাই। 

উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবীতে আন্দোলন করে শিক্ষার্থীরা। যা নিয়ে শাখা ছাত্রদলের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow