কৃষক বাঁচলে দেশ বাঁচবে ---অংজন মারমা

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Feb 11, 2025 - 13:21
 0  34
কৃষক বাঁচলে দেশ বাঁচবে ---অংজন মারমা

পাহাড়ে জুম চাষী বা কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা উদপাদন কমায় দিলে দেশের অর্থনিতিতে ধস নামবে। কৃষকদের মূল্যায়নের বিএনপি'র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কঠোর তাগিদ দিয়েছে। বিএনপি ও তার সহযোগী সংগঠন কৃষক দল সারা দেশের কৃষকদের পাশে আছি এবং থাকবো।  আগামী নির্বাচনের ধানের শীষে ভোট দিয়ে দেশ পরিচালনা দাযিত্ব দিবেন।  এবং ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলে কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলার কৃষক দলের সভাপতি অংজন মারমা উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী থানচি উপজেলা কৃষকদলের আয়োজনের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সমাবেশের আয়োজন করছে কৃষকদল। এরই ধারাবাহিকতায় থানচি উপজেলায় থানচি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক মো: জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি
 ( জাবেদ মাম্যাচিং) গ্রুপের সভাপতি নুচমং মারমা, থুইঅংছেন মারমা, উসাইঅং মারমা,থুইহ্লাপ্রু মারমা,প্রমুখ। সমাবেশে পৌনের শতাধিক কৃষক দলের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow