কেঁচো সার মাটির উর্বরতা বাড়িয়ে টেকসই কৃষি নিশ্চিত করে - প্রকাশ হালদার

বরিশালের আগৈলঝাড়ায় কেঁচো সার উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী তথ্য ও প্রযুক্তি মেলা, জারি গান ও মাল্টিমিডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাজিহার ইউনিয়নের শ্রী শ্রী মন্দিরের পাশে কারিতাস বাংলাদেশ-এর "ধরিত্রী প্রকল্প"-এর বাস্তবায়নে এ আয়োজন করা হয়। প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন রাজিহার ১নং ওয়ার্ড ইউপি সদস্য সঞ্চয় কুমার বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিতাস উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্তু রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর মিঠু রানী দাস, জুলিয়ানা মণ্ডল এবং অন্যান্য অতিথিরা।
আলোচনায় বক্তারা কেঁচো সার ব্যবহারের উপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধিতে এর কার্যকারিতা এবং কৃষকদের জন্য অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন। তারা পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের কেঁচো সার উৎপাদনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও জৈব সারের উপকারিতা সম্পর্কে সচেতন হতে পেরেছে বলে আয়োজকরা আশাবাদী।
What's Your Reaction?






