কেরানী বাজার যুব সেবা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ 

সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি
Apr 8, 2024 - 18:01
 0  18
কেরানী বাজার যুব সেবা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ 

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের  ৮নং ওয়ার্ডের “কেরানী বাজার যুব সেবা সংগঠনের”পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এই বছর ও  (১২০) পরিবার অসহায় দুস্থদের  মাঝে ঈদ সমগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা

 এ সময় স্থানীয় নেতা  ইমাম উদ্দিন বাবরের তত্বাবধানে উপস্থিত ছিলেন থেকে সহযোগিতা করছেন সালা উদ্দীন সোহাগ, কাউসার সৌরভ,জামসেদ হোসাইন রুবেল,নবী সর্দার, প্রবাসী আনোয়ার গোফরান,চানমিয়া প্রবাসী বেলাল প্রবাসী ফুল মিয়া সহ অনেক। 
এসময় ঈদ সামগ্রী বিতরণ কালে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন-  অনেকে আছে ঈদে খাদ্য সামগ্রী কিনতে হিমশিম খায় তাদের কথা চিন্তা করে আমাদের এমন উদ্যোগ। আমরা চেষ্টা করি  প্রতিবছর মানুষের পাশে থাকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow