কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া,গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক  

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Aug 4, 2024 - 22:39
 0  5
কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া,গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক  
ব্রাহ্মণবাড়িয়া:কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। 
রবিবার সকাল থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 এছাড়া শহরের বিরাসার মোড়ে শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। 
এ সময় ছাত্রলীগের নেতা কর্মীদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি ১৫ থেকে ২০ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও শহরের সরকারী মডেল স্কুলের সামনে থেকে নারী শিক্ষার্থীরা মিছিল বের করার সময় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে লাঠি দিয়ে বেধরক মারধর করে। এতে কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। 
এদিকে আশুগঞ্জ থানার সামনে রাখা একটি গাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধরা। এছাড়াও আন্দোলনকারীদের সাথে আখাউড়ায়, কসবায়, নবীনগরেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর হামলা করা হয়। এতে স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow