কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় ফরিদপুরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের গোয়ালচামটে অবস্থিত শ্রী ধাম শ্রী অঙ্গনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) বাবু দ্বীপজন মিত্র সহকারী কমিশনার প্রসেনজিৎ চক্রবর্তী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান সাহা, সহ- সভাপতি বাবু ননীগোপাল রায়,
রাম দত্ত, সুকেশ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী,যুব ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. তুষার কুমার দত্ত সহ ভক্ত ও পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
What's Your Reaction?