কোতোয়ালী থানার অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Apr 26, 2025 - 20:01
 0  4
কোতোয়ালী থানার অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টা থেকে শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন– মো. ইমন (১৯), টিংকু সেন (৩৭) ও মো. তারেক (৩৭)। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে আগে থেকে দায়ের থাকা একাধিক মামলায় গ্রেপ্তারের জন্য এ অভিযান পরিচালিত হয়।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, মো. ইমন নগরের জামতলা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত বছরের ১১ নভেম্বর কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় হত্যা প্রচেষ্টা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ রয়েছে। মামলাটি থানার ১২ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত।

টিংকু সেনের স্থায়ী ঠিকানা চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর এলাকায় হলেও তিনি বর্তমানে নগরের বাকলিয়া থানার শান্তিনগরে বসবাস করেন। তাঁর বিরুদ্ধেও গত ৪ নভেম্বর কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় অভিযোগ রয়েছে।
অন্যদিকে মো. তারেক আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি নগরের ষোলশহর রেলস্টেশন এলাকার রেলওয়ে কলোনিতে বসবাস করেন। তাঁর বিরুদ্ধে ২৫ অক্টোবর দায়ের করা মামলায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় অভিযোগ রয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow