কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মাদরাসার চারতলা মার্কেট নির্মাণের অভিযোগ

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Aug 20, 2024 - 22:28
 0  4
কোনো ধরনের অনুমোদন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মাদরাসার চারতলা মার্কেট নির্মাণের অভিযোগ

কোন ধরনের অনুমোদন ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসার জায়গায় অবৈধভাবে চারতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে।

অবিলম্বে অবৈধভাবে নির্মিতব্য চারতলা বিশিষ্ট মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করার জন্য এলাকাবাসীর পক্ষে বড়হরণ গ্রামের মোঃ জাকির হোসেন গত ১৪ আগষ্ট জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।
জেলা প্রশাসকের কাছে দায়েরকৃত অভিযোগপত্রে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের মোঃ জাকির হোসেন বলেন, বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনা কমিটির মেয়াদ গত ১ মাস আগে শেষ হয়েছে। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও মেয়াদোত্তীর্ণ পরিচালনা কমিটির কিছু সদস্যের সাথে যোগসাজশে মাদরাসার সুপার সুলতান উদ্দিন আহমেদ  মাদরাসার নিজস্ব জায়গায় চারতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করছেন। যা সম্পূর্নভাবে অবৈধ। 
এলাকার লোকজন পরিচালনা কমিটির অনুমোদন ছাড়া কেন অবৈধভাবে মার্কেট নির্মাণ করছেন বিষয়টি মাদরাসার সুপারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মাদরাসার নিজস্ব জায়গায় মার্কেট হচ্ছে বিষয়টি কাউকে জানানোর প্রয়োজন পড়েনা। সুপারের এমন কথায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এতে করে যে কোন সময়ে এলাকায় বিশৃংখলার সৃষ্টি হতে পারে।
অভিযোগে মোঃ জাকির হোসেন আরো বলেন, কোন নীতিমালা ছাড়াই মার্কেট নির্মাণ করে উক্ত মার্কেটের দোকান নামমাত্র মাসিক চাঁদার বিনিময়ে দীর্ঘমেয়াদী লীজ প্রদান করলে মূল্যবান এই সম্পদ চিরদিনের জন্য মাদরাসার হাতছাড়া হয়ে যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যক্তি জানান, মাদরাসার চারতলা বিশিষ্ট মার্কেটের কাজ শুরু হলে সদর উপজেলা নির্বাহী অফিসার মাদরাসার সুপারকে ডেকে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেছিলেন, কিন্তু মাদরাসার সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তার কথার কোন কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ-আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসার চারতলা বিশিষ্ট মার্কেটের নির্মাণ কাজ শুরু হওয়ার পর বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ মার্কেটের নির্মাণ কাজ বন্ধ রাখতে মাদরাসার সুপারকে নির্দেশ প্রদান করেছেন বলে শুনেছি। বর্তমানে নির্মাণকাজ চলে কিনা আমি জানিনা।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি মাদরাসার মার্কেট নির্মাণ কাজ বন্ধ রাখতে সুপারকে নির্দেশ দিয়েছি। আমার নির্দেশ অমান্য করে যদি নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়, তাহলে সেটা হবে বে-আইনী। আমি বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে বড়হরণ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ সুলতান উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগের পরিচালনা কমিটি মাদরাসার চারতলা মার্কেট নির্মানের জন্য রেজুলেশন করে গিয়েছিলো। সেই রেজুলেশনের আলোকে দরপত্রের মাধ্যমে মার্কেট নির্মাণ করা হচ্ছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেয়ার কথা অস্বীকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow