খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: মাইনুদ্দিন, সেক্রেটারি আব্দুস সাত্তার 

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Jan 7, 2025 - 16:25
 0  26
খাগড়াছড়ি জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: মাইনুদ্দিন, সেক্রেটারি আব্দুস সাত্তার 

২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভাপতি ও সেক্রেটারি নির্বাচনকার্য সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেইজে এ কমিটি ঘোষণা করা হয়। 

ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেইজে ২০২৫ সেশনের জন্য খাগড়াছড়ি জেলার সভাপতি ও সেক্রেটারি হিসেবে যথাক্রমে মো: মাইনুদ্দিন ও আব্দুস সাত্তারের নাম ঘোষণা করা হয়। জানা যায়, ৫ জানুয়ারী (রবিবার) চট্টগ্রাম নগরীর চন্দনপুরা সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম অঞ্চলের ছাত্র শিবিরের সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদস্য সমাবেশে শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে সংগঠনের সংশ্লিষ্ট অঞ্চলের সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

নব নির্বাচিত খাগড়াছড়ি জেলা সভাপতি মো: মাইনুদ্দিন পানছড়ি সরকারি কলেজে মাস্টার্সে এবং  সেক্রেটারি আব্দুস সাত্তার খাগড়াছড়ি সরকারি কলেজে বিএ (অনার্স) অধ্যয়নরত আছেন। দু' জনেরই বাড়ি মাটিরাঙ্গা উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের গাজী নগর এলাকায় এবং তবলছড়ি এলাকায় বলে জানা গেছে। 

উল্লেখ্য, ছাত্র শিবিরের সর্বস্তরের কমিটি এক বছরের জন্য গঠন করা হয়। প্রতি বছর জানুয়ারি মাসে সংগঠনটি একযোগে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত এবং স্কুল পর্যন্ত কমিটি গঠন করে থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow