খাগড়াছড়িতে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Mar 21, 2025 - 23:14
 0  2
খাগড়াছড়িতে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বিদায়ী কমিটির সভাপতি ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক-গবেষক প্রভাংশু ত্রিপুরার সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন অর্পণ বিকাশ ত্রিপুরা। কাউন্সিলে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ-সভাপতি বাবু ত্রিপন জয় ত্রিপুরা, বাবু উপেন বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক বাবু রূপক বিকাশ ত্রিপুরা এবং অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সনাতনী ধর্মের আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপেন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক হিসেবে রবীন্দ্র ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিপ্লব ত্রিপুরা নির্বাচিত হন। এ সময় ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow