খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ সকাল ১০ টার দিকে খাগড়াছড়ি সদরস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হেডম্যান জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেলের চীফ রাজা দেবাশীষ রায়, মং সার্কেল চীফ'র স্ত্রী রানী উখেংচিং মারমা, আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি জিরুনা ত্রিপুরা তাঁর বক্তৃতায় বলেন, কার্বারি হেডম্যানরা হচ্ছে এই পাহাড়ের প্রাণ। তারা প্রান্তিক পর্যায়ে গ্রামীণ জনপদে বসবাস করার কারণে গ্রামের বিচার-আচার ও সামাজিক সমস্যাগুলো যথেষ্ট বিচক্ষণতার সাথে সমাধানের চেষ্টা করে। গ্রামের সহজ সরল অসহায় মানুষগুলোর একমাত্র অবলম্বন হচ্ছে এ সব কার্বারি হেডম্যানরাই।
বিশেষ অতিথির বক্তৃতায় রাজা দেবাশীষ রায় বলেন, আমাদের সমাজে এখনও অনেক কুসংস্কার রয়েছে। পাহাড়ি নারীদের ছেলেদের সমান পৈতৃক সম্পত্তি লাভের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মেলনে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালীকা ত্রিপুরা, এন আর ডি উপ-পরিচালক রওশন জাহান, নারী হেডম্যান কার্বারি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীস প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






