খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটা, বালি উত্তোলন ও নদী দখলকারীদের তালিকা প্রস্তুত, মাঠে নামবে প্রশাসন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Apr 29, 2025 - 18:00
 0  1
খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটা, বালি উত্তোলন ও নদী দখলকারীদের তালিকা প্রস্তুত, মাঠে নামবে প্রশাসন

অবৈধভাবে পাহাড় কাটা, বালি উত্তোলন এবং ছড়া ও নদী দখলকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন যেকোনো সময় এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “জেলায় যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন ও সেনাবাহিনী সমন্বয় করে কাজ করছে। উন্নয়ন ও সম্প্রীতির স্বার্থে সকলকে দল-মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করতে হবে।”

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম কায়সার মুনিয়া, সদর থানার (তদন্ত) পরিদর্শক সুজন কান্তি বড়ুয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, প্রেসক্লাবের সহসভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা কমিটির সভাপতি অধ্যাপক মধু মঙ্গল চাকমা এবং বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরা।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow