খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Jan 27, 2025 - 19:34
 0  2
খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা তথ্য অফিসের আলোচনা সভা

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগান নিয়ে  "বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে জেলা তথ্য অফিস এ আয়োজন করে। 

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআই এর যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খিসা ও জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়াছিন। এ সময় স্বাগত বক্তব্য রাখে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।  

প্রধান অতিথি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশ তথা পৃথিবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রাম তরুণদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow