খাগড়াছড়িতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে জেলা সংগঠনের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার দায়িত্বশীলদের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর ও সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা সৈয়দ আবদুল মোমেন এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি ডা. ওয়ালিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অফিস ও পাঠাগার ব্যবস্থাপনা এবং অর্থ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে অতিথিরা বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা সংগঠনের সহকারী সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম ও অর্থ সম্পাদক এয়াকুব আলীসহ সকল উপজেলা ও পৌর কমিটির সভাপতি সেক্রেটারিগণ মিউপস্থিত ছিলেন।
What's Your Reaction?






