খাগড়াছড়ির মহালছড়ায় নমুনা শস্য কর্তন কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়ি সদর উপজেলার মহালছড়া এলাকায় নমুনা শস্য কর্তন কর্মসূচির উদ্বোধন করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাছিরুল আলম।
উদ্বোধনী বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, ‘পাহাড়ে পুরুষদের পাশাপাশি নারীরাও অত্যন্ত পরিশ্রমী। তাঁদের অংশগ্রহণ বাড়লে কৃষি আরও গতিশীল হবে। এমন কর্মসূচি কৃষকদের উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. বাছিরুল আলম বলেন, ‘পার্বত্য অঞ্চলের মাটি ও আবহাওয়া তেলজাতীয় ফসল চাষের জন্য উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এ সময় কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরাও উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
What's Your Reaction?






