খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঠবাড়িয়ায় দোয়া ও ইফতার মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল বলেন, "আওয়ামী শাসনের ১৭ বছরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে সর্বস্বান্ত করা হয়েছে। অনেককে বছরের পর বছর কারাবন্দি রাখা হয়েছে, নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী ক্যাডাররা জমি-জমা ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে আমাদের পথে বসিয়েছে।"
তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশনেত্রী আজ নানা রোগে ভুগছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।"
দুলাল আরও বলেন, "বিএনপির চেয়ারপারসন সুস্থ হয়ে দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন, গণতন্ত্র পুনরুজ্জীবিত করবেন—এ আশায় আমরা আছি। বাংলার ১৮ কোটি মানুষও সেই প্রত্যাশায় বুক বেঁধেছে।"
তিনি বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের মুক্তি মিলবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের আদর্শ মেনে কঠোর পরিশ্রম করলে আমরা সত্যিকারের মুক্তি পাব এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটবে।"
What's Your Reaction?






