খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার লস্করদিয়ার শামা ডেইরি ফার্ম মাঠে এর আয়োজন করা হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, রাজবাড়ীর সভাপতি লিয়াকত আলী মামুন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?