খেলা-ধুলায় এগিয়ে আসতে হবে, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখবে--জেলা প্রশাসক

সালথা(ফরিদপুর)প্রতিনিধি
Jul 3, 2024 - 19:05
 0  8
খেলা-ধুলায় এগিয়ে আসতে হবে, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখবে--জেলা প্রশাসক

ফরিদপুরের সালথায় ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৪টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক উপরোক্ত কথা গুলো বলেন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম সহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ।

উদ্বোধনী খেলায় গট্টি ইউনিয়ন একাদশ বনাম রামকান্তপুর ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে। খেলা শেষে গট্টি ইউনিয়ন ২-০ গোলে জয়লাভ করে।

এসময় জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, কাইজ্জ্যা-মারামারী, মাদক ছেড়ে খেলা-ধুলায় এগিয়ে আসতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখবে। সালথা উপজেলাকে সুন্দর একটি উপজেলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow