খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মিজানুর রহমান বিটু

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Feb 3, 2024 - 15:53
 0  11
খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মিজানুর রহমান বিটু

আসছে মার্চ ও এপ্রিলে দেশের উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক দেওয়া হবে না। দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থীর মতো নির্বাচনে প্রার্থী হতে পারবেন। 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই কুষ্টিয়ার খোকসায় প্রার্থীরা মাঠে নেমে গেছে। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা শহর ও গ্রামে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস  দিয়ে জানান দিচ্ছে তারা প্রার্থী হবেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার, সিনিয়র, সহ-সভাপতি রহিম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.ওহিদুল ইসলাম (ডব্লিউ) ও পৌর জাসদের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন।

হাট-বাজার, পাড়া-মহল্লা ঘুরে জানা গিয়েছে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আলোচনায় ৬ জন থাকলেও এদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মিজানুর রহমান বিটু।

প্রবীণ নেতাদের থেকে জানা যায়, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে খোকসা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে অনেক ভূমিকা রেখেছেন মিজানুর রহমান বিটুর। দলের দূর দিনে বিটু দলের পাশে অর্থ, সময় দিয়ে পাশে ছিলেন। এজন্য প্রবীণ নেতাদের বড় একটা সমর্থন রয়েছে মিজানুর রহমান বিটুর পক্ষে।

জনপ্রিয়তায় এগিয়ে থাকা মিজানুর রহমান বিটু জানান, দলের প্রবীণ নেতা ও জনগণের মতামতের ভিত্তিতে জনগণই আমাকে উপজেলায় নির্বাচনে প্রার্থী বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বিগত দিনে সুখে-দুঃখে আমি জনগণের পাশে সবসময় ছিলাম। জনগণ চাইলে আমি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow