খোকসা উসাসের পক্ষে থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা
গত ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর প্রধান উপদেষ্টা আল মাসুম মুরশেদ (শান্ত) কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) খোকসা কুষ্টিয়ার এর শিল্পী বিন্দুরা।
গত ২২ জুন শনিবার রাত্রি ৯টার সময় উসাসের সদস্যরা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ফুলের বুকেট দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (হবি), সহ-সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান দীদ্বন, নাট্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুকুল, লাইব্রেরী সম্পাদক মকবুল হোসেন, সাহিত্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র বিশ্বাস, নির্বাহী সদস্য শেখ আলাউদ্দিন, নির্বাহী সদস্য খুরশিদ আনোয়ার রুবেল, শামীম হাসান খান সম্পাদক দৈনিক বাংলা দর্শন ও জাগরণী টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উশাসের শিল্পী রবীন্দ্রনাথ মালাকার, সুকেন পোদ্দার, সুব্রত কুমার সরকার, মিজানুর রহমান, নিখিল বিশ্বাস, সুজন বিশ্বাস, মতিয়ার রহমান হেলাল, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, আশরাফ আলী, উত্তম কর্মকার, মনোতোষ বিশ্বাস, অজিত রায় (হলধর) সারক রেজাউর রহমান (রেজা), নৃত্যশিল্পী অনুপ কুমার দাস (জনি) এছাড়াও আরো অনেক শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?