খোকসাতে বোরো ধান আবাদে ব্যস্ত কৃষক 

পুলক সরকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Feb 19, 2024 - 20:14
 0  16
খোকসাতে বোরো ধান আবাদে ব্যস্ত কৃষক 

শীতের প্রকোপ কমে আশায় কুষ্টিয়ার খোকসায় পুরো দমে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ধানের ভালো দাম পাওয়া নিয়ে চিন্তায় চাষিরা। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। 

বোরো ধান রোপনের শুরুতেই শীত আর ঘন কুয়াশায় সময়মতো জমি প্রস্তুত এবং রোপন কাজ পিছিয়ে যায়। ক্ষতি হয় কিছু বীজতলার। শীত কমে আসায় এখন আবাদে ব্যস্ত কৃষকরা। 

 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ২৬৫ হেক্টর জমিতে। 

কৃষকরা জানান, বীজতলা ক্ষতির পাশাপাশি বেশি দামে চারা ক্রয়, শ্রমিকের মুজুরি বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই বাজারে ধানের ভালো দাম না পেলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা জানান, এবারও কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবেন। শীতে বোরো চাষাবাদ কিছুটা ব্যহত হলেও নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow