খোকসায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা আটক

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম নাদিম (২৭)। তিনি কাদিরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খোকসা থানার উপপরিদর্শক (এসআই) মো. তুষার হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নাদিমের দেহ তল্লাশি করে তাঁর কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই বিষয়ে কোনো আপস নেই।’
What's Your Reaction?






