খোকসায় নাশকতা প্রস্তুত কালে আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

সাজ্জাদ আহমেদ,খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
Feb 10, 2025 - 18:15
 0  37
খোকসায় নাশকতা প্রস্তুত কালে আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

কুষ্টিয়ার খোকসায় নাশকতা প্রস্তুতকালে কালিবাড়ি কৃষ্ণচূড়া মোড়, হেলালপুর খালপাড়া, খোকসা বাস স্ট্যান্ড থেকে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেন খোকসা থানা পুলিশ। 

রবিবার সন্ধ্যা ০৬.২০ ঘটিকার সময় খোকসা থানাধীন খোকসা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হিলালপুর দক্ষিনপাড়া (খালপাড়া) গ্রামস্থ তিন রাস্তার মোড় কালিবাড়ী টু হাইওয়ে রাস্তার পূর্ব পাশে কৃষ্ণচুড়ার গাছের নিচে বাঁশের তৈরী বসারস্থানে (চড়াট)* আওয়ামীলীগের একদল দুষ্কৃতিকারী খোকসা থানার বাসষ্ট্যান্ডসহ কুষ্টিয়া জেলার মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষে এবং দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার জন্য ককটেল, হাতবোমা, বাশের লাঠি, লোহার রড ও বিভিন্ন সাইজের ইটের ভাঙ্গা টুকরা নিয়ে নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধ ভাবে সমবেত হয়। বাদী খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০৩ (তিন)জনকে ঘটনাস্থলে গ্রেফতার করেন এবং  ঘটনাস্থল হতে ধৃত আসামীগন, পলাতক আসামী ও অজ্ঞাতনামা আসামীদের ফোটানো ককটেলের অংশ বিশেষ ০৫ (পাঁচ) টুকরা বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ (লাল টেপ ও টিনের টুকরা), ০৭ (সাত) টি বিভিন্ন সাইজের বাশেঁর লাঠি, ০৪ (চার)টি বিভিন্ন সাইজের লোহার রড, ০১ টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত অসংখ্য ইটের ভাঙ্গা অংশ, ০৩ (তিন) টি 7up লেখা কাঁচের বোতল,০৩ (তিন) জোড়া স্যান্ডেলসহ গ্রেফতার হন।

গ্রেফতারকৃতরা হলেন –১। মোঃ শকীব খান টিপু (৫৫), পিতা- মৃত নোয়াব আলী খান, ২। মোঃ শাহিন খান (৩৯), পিতা- মোঃ আবুল হোসেন খান, উভয় সাং-রাধানগর, ৩। মোঃ এনামুল হোসেন (৩৫), পিতা- মোঃ আক্কাস শেখ, সাং-হিলালপুর, সর্ব থানা- খোকসা, জেলা-কুষ্টিয়া। 

খোকসা থানা অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow