খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬শে মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়।
সকাল ৮ঘটিকার সময় উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
পর্যায়ক্রমে খোকসা পৌর প্রশাসক রেশমা খাতুন, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফয়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব,সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে এ সময় উপস্থিত, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






