খোকসায় অতিরিক্ত টাকা নেওয়ায় দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার খোকসায় জমির পর্চা তোলার নামে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে এক দলিল লেখককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।
জানা যায়, মানিকাট গ্রামের বাসিন্দা বলরাম সরকারের ছেলে এবং দলিল লেখক শ্রী বাহুবল্লভ সরকার (লাইসেন্স নম্বর-২৫) এক কৃষকের কাছ থেকে পর্চা তোলার জন্য ৪ হাজার ৫০০ টাকা গ্রহণ করেন। ভুক্তভোগী কৃষক নিত্য রঞ্জন পাল এ বিষয়ে সহকারী কমিশনারের কাছে মৌখিক অভিযোগ করেন। পরে বাহুবল্লভ সরকার অতিরিক্ত অর্থ নেওয়ার কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে।
একই সঙ্গে জানা গেছে, এক সপ্তাহ আগেই একই কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালিয়ে একজন নৈশপ্রহরীর কাছ থেকে ৪০ হাজার টাকা উদ্ধার করে। অভিযানে অফিসের নানা অনিয়মও শনাক্ত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন জানান, "ঘুষ বাণিজ্য কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?






