খোকসায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে ঐতিহ্যবাহী খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে কুমারখালী ক্রিকেট একাদশ বনাম রাজবাড়ী ক্রিকেট একাদশ।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম
এছাড়া, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় থাকছেন খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ,খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু,
ক্রীড়া ব্যক্তিত্ব জ্যোতির্ময় পাল।
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ১৬৮টি রানের টার্গেটে রাজবাড়ী একাদশ ২ উইকেটে জয়ী, ম্যান অফ দ্যা ম্যাচ রাহিম।
What's Your Reaction?






