খোকসায় পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Apr 30, 2025 - 13:17
Apr 30, 2025 - 13:18
 0  3
খোকসায় পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীকে জরিমানা

পাটজাত মোড়ক ব্যবহারে বাধ্যতামূলক আইন লঙ্ঘন করায় কুষ্টিয়ার খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় খোকসা পৌর এলাকার প্রধান চাউলের বাজারে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, মেসার্স আল রাফিট ট্রেডার্সের মালিক মিলন হোসেন ও সরকার ট্রেডার্সের মালিক মহেশ্বর পোদ্দারকে যথাক্রমে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী, ব্যবসায়ীরা পাটজাত মোড়ক ব্যবহার না করে পরিবেশ বিরোধী প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন। এই আইন লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিয়মিত অভিযান চলবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow