খোকসায় প্রধান শিক্ষক পরিষদের সভাপতি সালমা খাতুন, সম্পাদক মারুফ

খোকসা(কুষ্টিয়া)প্রতিনিধি
Jul 15, 2024 - 16:26
 0  9
খোকসায় প্রধান শিক্ষক পরিষদের সভাপতি সালমা খাতুন, সম্পাদক মারুফ

কুষ্টিয়ার খোকসায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, স্বাধীনতার স্বপক্ষের, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পেশাজীবি সংগঠন 'বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ' এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সর্বসম্মতিক্রমে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনকে সভাপতি এবং এইচ ডি আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। জানা যায়, নতুন কমিটির কার্যকাল মেয়াদ আগামী তিন বছর। 

এসময় নবনির্বাচিত সভাপতি সালমা খাতুন বলেন, প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পারস্পরিক বন্ধন সুদৃঢ় এবং শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখা। জাতীয় শিক্ষানীতির আলোকে মাধ্যমিক শিক্ষার টেকসই ও গুণগত মান উন্নয়নে সরকারকে সহযোগিতা করা। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীদের পাশে দাঁড়ানো। শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ের উদ্যোগ গ্রহণ। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের কল্যাণে  'বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ' সংগঠনের কার্যাবলী পরিচালিত হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow