খোকসায় বর্ষবরণে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ উৎসব

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Apr 14, 2025 - 14:39
 0  6
খোকসায় বর্ষবরণে বর্ণিল শোভাযাত্রা ও লোকজ উৎসব

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে কুষ্টিয়ার খোকসায় আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এই আয়োজনের সূচনা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশ নেন। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতে ছিল রঙ-বেরঙের পোস্টার, মুখোশ ও পটচিত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সুজন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা। এসব আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনকে প্রাণবন্ত করে তোলে স্থানীয় জনসাধারণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow