খোকসায় রক্তযোদ্ধা মিলনমেলা ও সেরা রক্তদাতাদের সম্মাননা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Apr 5, 2025 - 18:26
 0  13
খোকসায় রক্তযোদ্ধা মিলনমেলা ও সেরা রক্তদাতাদের সম্মাননা

কুষ্টিয়ার খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মিলনমেলা ও সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহায়তা করে লোটাস চক্ষু হাসপাতাল।

এভার কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সুমন আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসার ইউএনও প্রদীপ্ত রায় দীপন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবির হোসেন সোহাগ, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, লোটাস চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস, প্রেসক্লাব খোকসার সভাপতি পুলক সরকার, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আকাশ হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রক্তযোদ্ধারা।

অনুষ্ঠানে সমাজের সেবামূলক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত সেরা রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow