খোকসায় রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার ২৯ মামলার আসামি পাপ্পু

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Apr 9, 2025 - 14:28
 0  9
খোকসায় রুদ্ধশ্বাস অভিযানে গ্রেফতার ২৯ মামলার আসামি পাপ্পু

কুষ্টিয়ার খোকসায় তিন ঘণ্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ২৯ মামলার পলাতক আসামি মোঃ পাপ্পু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খোকসা পৌরসভার দুধবাজার এলাকার একটি বহুতল ভবন ঘিরে ফেলে পুলিশ। পরে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক পাপ্পু মিয়া ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাবেক মেম্বার ওয়াজেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, ডাকাতি প্রস্তুতি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে মোট ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে খোকসা খেয়াঘাটে চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি ছিলেন পাপ্পু। বাদী মোঃ আবু জায়েদ সান্টু (৪৫), পিতা- মোঃ আমির হামজা, সাং-দেবীনগর, থানা-খোকসা; তিনি খেয়াঘাটের ইজারাদার হিসেবে পাপ্পুর বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।

এজাহার অনুযায়ী, গত ১৭ মার্চ রাত ৮টার দিকে খোকসা বাজার খেয়াঘাটে এসে পাপ্পু মিয়া ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জন ব্যক্তি দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা ইজারাদারের কর্মচারীদের মারধর করে এবং খুন-জখমের হুমকি দিয়ে ক্যাশবক্স, চেয়ার-টেবিল ও টোলঘর ভাঙচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি করে।

এই ঘটনায় ৮ এপ্রিল খোকসা থানায় মামলা (নং-১০) দায়ের হয়। মামলা রুজু করা হয়েছে দণ্ডবিধির ১৪৩/৩৮৫/৩২৩/৫০৬/৪২৭ ধারায়। পরে পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি পাপ্পু মিয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আসামির বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তাকে ধরতে দীর্ঘদিন ধরেই পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow