খোকসায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭'ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার আয়োজনে খোকসা সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোজাফফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া-যশোর অঞ্চলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পরিচালক মোঃ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মসজিদের শুরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাসেম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চান্নুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার অঞ্চল টিম সদস্য ও জেলা সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এস এম মুহসীন আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কুমারখালী উপজেলা শাখার জামায়াতের নায়াবে আমির আফজাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামের খোকসা উপজেলা শাখার আমির মোঃ নজরুল ইসলাম।
What's Your Reaction?