খোকসায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, মোটরসাইকেল চালক পলাতক

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৭০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘাতক মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে গেলেও স্থানীয়রা তার মোটরসাইকেলটি আটক করেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়েন উদ্দিন শেখ (৭০) শিমুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী জাহানারার সঙ্গে স্থানীয় বিলজানি বাজার থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। বাজার থেকে মাত্র ২০০ গজ অতিক্রম করার পর পাশের রাস্তা থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহত ময়েন উদ্দিনকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক মো. সাব্বির হুসাইন (২৬), যিনি কুমারখালীর যদুবয়রা গ্রামের বাসিন্দা। তার ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর কুষ্টিয়া ল-১১-৫৭১১। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে যান।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, "এটি হাইওয়ে থানার আওতাধীন একটি ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং মোটরসাইকেলটি বর্তমানে হাইওয়ে পুলিশের অধীনে রয়েছে।"
স্থানীয় জনগণের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
What's Your Reaction?






