খোকসায় ৪ মাদককারবারী আটক  

পুলক সরকার,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
Nov 17, 2024 - 20:01
 0  7
খোকসায় ৪ মাদককারবারী আটক  
কুষ্টিয়ার খোকসায় ১৬০ গ্রাম গাঁজাসহ ৪ মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 
১৬ নভেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার এক্তারপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার একতারপুর গ্রামের মৃত আফসার হোসেনের ছেলে মোঃ শাজাহান শেখ লতা(৫০), বনগ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মো: জনি ইসলাম (৩৪), একতারপুর নাগরপাড়া গ্রামের নিমাই রায়ের ছেলে নিরল রায়(৩৫) ও গোসাইডাঙ্গী গ্রামের করম আলী শেখের ছেলে রুবেল শেখ (৩৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬০ গ্রাম গাঁজাসহ ৪ মাদককারবারীকে গ্রেফতার করে ২০২৪ ধারা ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। 
থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow