বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনুরুদ্ধার করাই বিএনপির মুল লক্ষ্য। দেশে এখন গণতন্ত্র নেই, জনগনের ভোটাধিকার নেই। চারদিকে চলছে লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। জেল জুলুম আর হামলা চালিয়ে বিএনপি নেতা কর্মীদের দমন করা যাবে না।
তিনি বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ওবায়েদ চত্বরে বিএনপির সাবেক মহাসচিব মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা-সালথা বিএনপি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রোমান, যুবদল নেতা কেএম জাফর, তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল,রবিউল ইসলাম বাবু প্রমুখ। স্মরণসভা শেষে মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানেসর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।