গণমাধ্যম কর্মীদের সঙ্গে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় 

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Feb 9, 2025 - 19:50
 0  14
গণমাধ্যম কর্মীদের সঙ্গে খাগড়াছড়ি পুলিশ সুপারের মতবিনিময় 

পার্বত্য জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। রবিবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলার উন্নয়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সাধারণ মানুষ  ও পর্যটকরা যেন নির্ভয়ে-নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এ বিষয়ে পুলিশ সদস্যরা সদা সতর্ক দৃষ্টি রাখছেন। তদুপরি, কোন বিষয়ে সমস্যা হলে ফোনে অবহিত করলে, আমি সমাধান করার চেষ্টা করবো। এ সময় গণমাধ্যম কর্মীরা জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ বিল্লাল হোসেন। 

মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছ, সাধারণ সম্পাদক নিপু আহমেদসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এবং নয় উপজেলার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow