গণিতে ভাল ফল করায় দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 11, 2024 - 19:38
 0  6
গণিতে ভাল ফল করায় দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো।   রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহরস্থ শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন। 
গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, এ, এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মোঃ শাহজাহান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল হক, টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শিপ্রা রায়, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সরকারী রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম আব্দুল হালিম  প্রমূখ।
এ সময় কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার হয়ে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow