গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 7, 2025 - 18:44
 0  3
গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার (৭ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক আবেগময় বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কুলের আঙিনা সজ্জিত করে পরীক্ষার্থীদের এই বিশেষ দিনটি স্মরণীয় করে তোলার জন্য অন্যান্য শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয়।

অনুষ্ঠানটির শুরুতে, পরীক্ষার্থীদের জন্য মিলাদ অনুষ্ঠিত হয়, যাতে তারা সফলভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের ফলাফল চমকপ্রদ হয় বলে আশা করা হয়। এরপর, বিদায় অনুষ্ঠান শুরু হয়।

বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন পরীক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষা দেয়ার উপদেশ প্রদান করেন এবং তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, স্কুলের অভিভাবক সদস্য রকিব চৌধুরী এবং শিক্ষকদের পক্ষ থেকে খুরশিদ আলম।

এছাড়া, অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow