গাছ বিতরণ করলো ফরিদপুর বন্ধুসভা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 30, 2024 - 19:31
 0  8
গাছ বিতরণ করলো ফরিদপুর বন্ধুসভা

ফরিদপুরে সর্বস্তরের বিভিন্ন জনগোষ্ঠির মধ্যে ফলদ গাছের চাড়া বিতরণ করেছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। 

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের প্রেসক্লাব চত্ত্বর থেকে এ গাছগুলি বিতরণ করা হয়।
বিতরণ করা গাছের মধ্যে তিনশ দেশের জাতীয় ফল কাঠাল ও দুইশ আম গাছের চারা রয়েছে।
গাছ হাতে পেয়ে শহরের টেপাখোলা মহল্লার বাসিন্দা শিশু নুসরাত জাহান (৬) আনন্দে আত্মহারা হয়ে যায়। শিশুটি জানায় সে মায়ের সহায়তায় বাড়িতে এ গাছ দুটি রোপন করবে।
গাছ পেয়ে খুশী নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বাসিন্দা ইজিবাইক চালক জাহিদুল ইসলাম (৪৬) বলেন, গাছ প্রকৃতির অমূল্য সম্পদ। আমরা গাছ কাটার কুফল গত গরমের সময় পেয়েছি। গাছ রোপন করবো, ছায়া পাবো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। পাশাপাশি নিজেরা ফল খাবো, প্রতিবেশীদের মাঝে ফল বিতরণ করবো।
বিভিন্ন জায়গার সবস্তরের জনতার মধ্যে এ গাছ বিতরণ করা হয়। এর মধ্যে ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর, গুহলক্ষ্মীপুর, অম্বিকাপুর, কমলাপুর, পশ্চিম খাবাসপুর, গোয়ালচামট, বিল মামুদপুর, গোপালপুর অন্যতম। বিভিন্ন উপজেলার মধ্যে নগরকান্দার বাউতিপাড়া, বাস্তুপুটি, সালথার সিংহপ্রতাব, খোয়ার, বোয়ালমারীর ঠাকুরপুর, মাগুরা সদরের রাউতড়া, গঙ্গারামখালী, গাঙ্গনালিয়া, রাজবাড়ীর ইন্দুরদী ও সোনাপুর এলাকার বিভিন্ন ব্যক্তিদের হাতে এ গাছ বিতরণ করা হয়।
ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন,  ব্র্যাকের সহযোগিতায় প্রথম আরো বন্ধুসভার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি ২০০৪ এর আওতায় গাছ বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার  নিজস্ব প্রতিবেদক পান্নাবালা ।
প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক জহির হোসেন, লক্ষণ মন্ডল, সুব্রত পাল, শুভ বিশ্বাস , রিফাত হাসনাত, সম্পা কোমল, তৃষা দাস, মাফিকুল ইসলাম, মিঠুন দাস, সজিব দত্ত, জাহিদুজ্জামান খান, বাধন পাল, রফিকুজ্জামান  সুজিত দাস ও আলিমুজ্জামান রনী ও পার্থ প্রতিম ভদ্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow